বন্ধুত্বের কীর্তি
আপডেট: ০২:২৮, আগস্ট ০৮, ২০১৬
| প্রিন্ট সংস্করণ
কারও
প্রয়োজনীয়তা থেকে, কারও আবার ভালো লাগা থেকে কিংবা ভিন্ন কিছু থেকেই হয়তো
বন্ধু বন্ধুর সঙ্গে মিলে গড়ে তোলেন প্রতিষ্ঠান, যা বর্তমানে পৃথিবীর সফল
প্রতিষ্ঠানের কয়েকটি। এ ধরনের কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের যাত্রা শুরুর
গল্প শোনা যাক।
স্ট্যানফোর্ডের প্রকৌশল প্রোগ্রামিংয়ের ছাত্র ছিলেন উইলিয়াম রেডিংটন হিউলেট এবং ডেভিড প্যাকার্ড। স্নাতক করার পর দুই সপ্তাহের ভ্রমণে গেলে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হয়। তারপর ১৯৩৯ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আল্টোর গ্যারেজে এ দুজন প্রতিষ্ঠা করেন তাঁদের কোম্পানি এইচপি।
লেকসাইড প্রাইভেট স্কুলেই দুজনের পরিচয়। এরপর সম্পর্ক গড়ায় বন্ধুত্বে। বিল গেটস ও পল অ্যালেন—দুজনের মধ্যেই ছিল কম্পিউটারের প্রতি ভালো লাগা। আর তা থেকেই দুই বন্ধু মিলে ১৯৭৫ সালের ৪ এপ্রিল নিউ মেক্সিকোর অ্যালবাকের্কিতে প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট।
সূত্র: বিজনেস ইনসাইডার
http://www.prothom-alo.com
https://web.facebook.com/yousuf7181/
No comments:
Post a Comment