- Read Your Solution Of IT

You can learn Graphics right HERE

ad

Hot

Post Top Ad

Tuesday, August 30, 2016

বন্ধুত্বের কীর্তি

আপডেট: | প্রিন্ট সংস্করণ
কারও প্রয়োজনীয়তা থেকে, কারও আবার ভালো লাগা থেকে কিংবা ভিন্ন কিছু থেকেই হয়তো বন্ধু বন্ধুর সঙ্গে মিলে গড়ে তোলেন প্রতিষ্ঠান, যা বর্তমানে পৃথিবীর সফল প্রতিষ্ঠানের কয়েকটি। এ ধরনের কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের যাত্রা শুরুর গল্প শোনা যাক।
.অ্যাপল১৯৭০-এর গ্রীষ্মে চাকরি করতে গিয়ে বন্ধুত্ব হয় দুই স্টিভের। স্টিভ ওজনিয়াক ব্যস্ত কম্পিউটার তৈরিতে। স্টিভ জবস তখন ওজনিয়াককে জানান এটি বিক্রির সুযোগ রয়েছে। তাঁরা পেরেছিলেনও বটে। এরপর ভাবা শুরু করেন কীভাবে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন এবং পৃথিবীতে পরিবর্তন আনা যায়। ছয় বছর পর ১৯৭৬ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠা করেন অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড।
.ইউটিউব২০০২ সালের অক্টোবরে মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান ইবে পেপ্যাল কিনে নিলে বাংলাদেশি-জার্মান বংশোদ্ভূত জাভেদ করিমের সঙ্গে চাকরি হারান চ্যাড হার্লে ও স্টিভেন চ্যান। এরপর এই তিন বন্ধু ভাবতে থাকেন কী করা যায়। ২০০৫-এর ১৫ ফেব্রুয়ারি শুরু করেন তাঁদের নতুন উদ্যোগ ইউটিউব।
.গুগলল্যারি পেইজ এবং সের্গেই ব্রিন। এ দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক হুট করেই গড়ে ওঠেনি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন তাঁরা। আর সে জন্য নেহাত গবেষণা প্রকল্প হিসেবে কাজ শুরু করেন। আর তা থেকেই ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর দুই বন্ধু একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগলের প্রতিষ্ঠা করেন।
.এইচপি
স্ট্যানফোর্ডের প্রকৌশল প্রোগ্রামিংয়ের ছাত্র ছিলেন উইলিয়াম রেডিংটন হিউলেট এবং ডেভিড প্যাকার্ড। স্নাতক করার পর দুই সপ্তাহের ভ্রমণে গেলে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হয়। তারপর ১৯৩৯ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আল্টোর গ্যারেজে এ দুজন প্রতিষ্ঠা করেন তাঁদের কোম্পানি এইচপি।
.মাইক্রোসফট
লেকসাইড প্রাইভেট স্কুলেই দুজনের পরিচয়। এরপর সম্পর্ক গড়ায় বন্ধুত্বে। বিল গেটস ও পল অ্যালেন—দুজনের মধ্যেই ছিল কম্পিউটারের প্রতি ভালো লাগা। আর তা থেকেই দুই বন্ধু মিলে ১৯৭৫ সালের ৪ এপ্রিল নিউ মেক্সিকোর অ্যালবাকের্কিতে প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট।
সূত্র: বিজনেস ইনসাইডার
http://www.prothom-alo.com
https://web.facebook.com/yousuf7181/

No comments:

Post Top Ad