সারাইখানা
আপডেট: ০১:০৮, আগস্ট ২৯, ২০১৬
| প্রিন্ট সংস্করণ
* আমার কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য
মডেম ব্যবহার করি। কীভাবে আমি কম্পিউটারের এই ইন্টারনেট সংযোগ আমার
অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও ব্যবহার করতে পারব?
সম্রাট, ঢাকা।
সমাধান: কম্পিউটার থেকে ইন্টারনেট অন্য যন্ত্রে ব্যবহার অর্থাৎ শেয়ার করার জন্য তারহীন ল্যানের মাধ্যমে হটস্পট ব্যবহার করতে পারেন। ল্যাপটপে সাধারণত এটা থাকে। আর ডেস্কটপ কম্পিউটারের জন্য তারহীন ল্যান কিনে নিতে হয়।
* আমার এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ। চার্জারে বিদ্যুৎ সংযোগ দিলে ‘plugged in but not charging’ দেখায়। এর কারণ কী?
অনিমেষ বিশ্বাস
সমাধান: আরও বিস্তারিত জানা দরকার, কত শতাংশ চার্জ থাকা অবস্থায় এই লেখা আসে? গ্রাহক সেবাকেন্দ্রে দেখাতে পারেন।
* আমার কম্পিউটারে শব্দ শোনা যাচ্ছে না। ট্রাবলশুট করতে বলছে। এই সমস্যার সমাধান কী?
এনাম রাকিব
সমাধান: আগে অডিও হার্ডওয়্যার ঠিক আছে কি না তা চেক করতে হবে, যদি অডিও হার্ডওয়্যার ঠিক থাকে, তাহলে অডিও ড্রাইভার সেটআপ করে দেখতে পারেন, অথবা সার্ভিস সেন্টারে দেখাতে পারেন।
পরামর্শ দিয়েছেন: মেহেদি হাসান
হার্ডওয়্যার প্রকৌশলী, রায়ানস আইটি লিমিটেড
সারাইখানায় প্রশ্ন পাঠানোর ঠিকানা:
সারাইখানা, প্রজন্ম ডটকম প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
ই-মেইল: pdotcom@prothom-alo.info ফেসবুক: www.fb.com/ProjonmoDotCom
www.facebook.com/yousuf7181
সম্রাট, ঢাকা।
সমাধান: কম্পিউটার থেকে ইন্টারনেট অন্য যন্ত্রে ব্যবহার অর্থাৎ শেয়ার করার জন্য তারহীন ল্যানের মাধ্যমে হটস্পট ব্যবহার করতে পারেন। ল্যাপটপে সাধারণত এটা থাকে। আর ডেস্কটপ কম্পিউটারের জন্য তারহীন ল্যান কিনে নিতে হয়।
* আমার এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ। চার্জারে বিদ্যুৎ সংযোগ দিলে ‘plugged in but not charging’ দেখায়। এর কারণ কী?
অনিমেষ বিশ্বাস
সমাধান: আরও বিস্তারিত জানা দরকার, কত শতাংশ চার্জ থাকা অবস্থায় এই লেখা আসে? গ্রাহক সেবাকেন্দ্রে দেখাতে পারেন।
* আমার কম্পিউটারে শব্দ শোনা যাচ্ছে না। ট্রাবলশুট করতে বলছে। এই সমস্যার সমাধান কী?
এনাম রাকিব
সমাধান: আগে অডিও হার্ডওয়্যার ঠিক আছে কি না তা চেক করতে হবে, যদি অডিও হার্ডওয়্যার ঠিক থাকে, তাহলে অডিও ড্রাইভার সেটআপ করে দেখতে পারেন, অথবা সার্ভিস সেন্টারে দেখাতে পারেন।
পরামর্শ দিয়েছেন: মেহেদি হাসান
হার্ডওয়্যার প্রকৌশলী, রায়ানস আইটি লিমিটেড
সারাইখানায় প্রশ্ন পাঠানোর ঠিকানা:
সারাইখানা, প্রজন্ম ডটকম প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫
ই-মেইল: pdotcom@prothom-alo.info ফেসবুক: www.fb.com/ProjonmoDotCom
www.facebook.com/yousuf7181
No comments:
Post a Comment